নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা ভোটের আগে তপ্ত হয়ে উঠেছে দেশের একের পর এক রাজ্য। উত্তপ্ত হয়ে রয়েছে তেলেঙ্গানা (Telangana)ও। সেখানে এক পড়ুয়ার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে। এদিকে এই ঘটনাকে নিয়ে তেলেঙ্গানার শাসক দলকেই কাঠগড়ায় তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তিনি আজ শনিবার এক টুইট বার্তায় লেখেন, ‘তেলেঙ্গানায় ২৩ বছর বয়সী এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। মেয়েটি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বারবার স্থগিত এবং অনিয়মের কারণে নিজের জীবন শেষ করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছিলেন বলে জানা গেছে। শোক ও ক্রোধের এই সময়ে, আমরা মারি প্রাভালিকার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পরীক্ষা পরিচালনায় বিআরএস সরকারের উদাসীনতার কারণে তেলেঙ্গানার হাজার হাজার তরুণ হতাশ এবং ক্ষুব্ধ। তেলেঙ্গানার তরুণরা দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং অদক্ষ বিআরএস সরকারের জবাবদিহি চাইবে এবং রাজ্যে ক্ষমতা থেকে উৎখাত করবে এই সরকারে।‘