নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হবে। আজ কংগ্রেসের তরফে বিতর্কে নেতৃত্ব দেবেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। বিগত ২৭ বছর পর গতকাল লোকসভায় পেশ হয় মহিলা সংরক্ষণ বিল। আজ বড় মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কে কংগ্রেস অংশ নেবে কি না, এই প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, "হ্যাঁ, সোনিয়া গান্ধী এতে অংশ নেবেন। সোনিয়া গান্ধী আমাদের দল থেকে আলোচনা শুরু করবেন।“
চলমান সংসদের বিশেষ অধিবেশনের তৃতীয় দিনে লোকসভায় মহিলা সংরক্ষণ বিলের উপর আলোচনার আগে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA)-এর ফ্লোর নেতারা সংসদের ফ্লোরের জন্য কৌশল নির্ধারণের জন্য একটি বৈঠক করবেন। সংসদের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সংসদের পাঁচ দিনব্যাপী বিশেষ অধিবেশন সোমবার শুরু হয়েছে এবং শুক্রবার শেষ হবে। লোকসভায় আজ সকাল ১১টায় আলোচনার জন্য পেশ করা নারী শক্তি বন্দন অধিনিয়াম বিল নিয়ে আলোচনা হবে। ১২৮তম সংবিধান সংশোধনী বিল, ২০২৩-এ লোকসভা এবং সমস্ত রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে।
সূত্রের খবর, লোকসভায় মহিলা কোটা বিল নিয়ে আলোচনার জন্য কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী তাঁর দলের প্রধান বক্তা হতে পারেন। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিলটি অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন সংসদ ভবনে লোকসভার প্রথম অধিবেশনে বিলটি উত্থাপন করেন। বিলটির নাম দেওয়া হয়েছে নারী শক্তি বন্দন অধিনিয়াম। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) বলেন, "২০১০ সালে আমরা রাজ্যসভায় বিলটি পাস করেছিলাম। কিন্তু তা লোকসভায় পাস হতে পারেনি। এ জন্য এটি নতুন কোনো বিল নয়। তারা যদি এই বিলটি এগিয়ে নিয়ে যেত, তবে আজকের মধ্যে এটি দ্রুত করা যেত... আমি মনে করি তারা নির্বাচনের কথা মাথায় রেখে এটি প্রচার করছে কিন্তু প্রকৃতপক্ষে সীমানা নির্ধারণ বা আদমশুমারি না হওয়া পর্যন্ত। তারা আগেরটি চালিয়ে যেতে পারত কিন্তু তাদের উদ্দেশ্য অন্য কিছু। তবে আমরা জোর দিয়ে বলব যে মহিলাদের সংরক্ষণ আনতে হবে এবং আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। তবে ত্রুটি ও ত্রুটিগুলো সংশোধন করতে হবে।“
#WATCH | On Women's Reservation Bill, Congress president and LoP in Rajya Sabha, Mallikarjun Kharge says, "In 2010, we had passed the Bill in Rajya Sabha. But it failed to be passed by the Lok Sabha. That is why, this is not a new Bill. Had they taken that Bill forward, it would… pic.twitter.com/CbcPBfLifH
— ANI (@ANI) September 20, 2023
#WATCH | Delhi: On being asked whether the Congress will be part of the debate on the Women's Reservation Bill, Leader of Congress in Lok Sabha, Adhir Ranjan Chowdhury says, "Yes, Sonia Gandhi will take part in it. Sonia Gandhi will start (discussion) from our party, it has been… pic.twitter.com/kFoete0SmB
— ANI (@ANI) September 20, 2023