নিজস্ব সংবাদদাতা: লাক্ষাদ্বীপ বনাম মালদ্বীপ দ্বন্দ্বের মধ্যে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন মালদ্বীপের বেশ কয়েকজন সরকারি কর্তা। রবিবার সেই বিষয়ে মালদ্বীপ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। এরপর মালদ্বীপ সরকার জানিয়েছিল, মন্ত্রীদের মতামত ব্যক্তিগত, তাদের সরকারি নীতি আলাদা। তবে, এখানেই সব মিটে যায়নি। ভারতের চাপের মুখে তিনজন মন্ত্রীকে বরখাস্ত করে তারা। আর এবার সেই তালিকায় কি যুক্ত হতে চলেছে আরও এক নাম?
আজ সাতসকালে দিল্লির সাউথ ব্লকে MEA-তে দৌড়ান মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহেব, তবে অল্প কিছু সময়ের মধ্যেই সাউথ ব্লক ছাড়েন তিনি।
প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফর ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেখানে প্রতিবাদী ভূমিকা পালন করেছিলেন ইব্রাহিম। তা হলে কি এবার ভারতের নিশানায় ইব্রাহিম নিজেও? আজ তাঁর হঠাৎ আগমণ এই প্রশ্নই জোরদার করল।