নিজস্ব সংবাদদাতা : রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ততা তুঙ্গে রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের। শুরু হয়েছে প্রচার। আর এরই মাঝে ব্যস্ততার কারণ দেখিয়ে কয়লাকাণ্ডে ফের হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। সোমবার তাকে দিল্লিতে ইডির দফতরে তলব করা হলেও হাজিরা দেননি তিনি। এই নিয়ে ১৪ বার হাজিরা এড়ালেন তিনি। প্রশ্ন উঠছে, পর পর তলবে হাজিরা এড়ানোয় কি মলয়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারে ইডি? দিকে নির্বাচনী ব্যস্ততায় দিল্লি যাওয়া সম্ভব নয় বলে দিল্লি হাইকোর্টে অতিরিক্ত হলফনামাও দিয়েছেন মলয় ঘটক। সে বিষয়টি ইডিকেও জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৯ ও ২১ জুন দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মলয় ঘটকের। সেবারেও নির্বাচনী ব্যস্ততার উল্লেখ করে হাজিরা দেননি তিনি। বারবার হাজিরা এড়ানোয় ইতিমধ্যই ইডির আধিকারিকরা তার বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবছে বলে খবর। এখন দেখার ভোট মিটলে মলয় হাজিরা দেবেন নাকি ইডি কোনো পদক্ষেপ করে। গ্রেফতারির সম্ভাবনা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।