এবার ভয় পাবে মশাও, তৈরি হচ্ছে মোক্ষম দাওয়াই

ম্যালেরিয়াকে ঠেকাতে এমনই প্রতিষেধক তৈরি হল এবার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mosquito (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ম্যালেরিয়ার চিকিৎসায় আশার আলো দেখছেন চিকিৎসকেরা। ম্যালেরিয়াকে ঠেকাতে এমনই প্রতিষেধক তৈরি হল এবার। জেএনইউ-এর গবেষকেরা দাবি করেছেন, এমন এক ভ্যাকসিন ক্যানডিটের সন্ধান পাওয়া গিয়েছে যা নাশ করবে ম্যালেরিয়ার জীবাণুকে।

বিজ্ঞানীরা এমন এক রিসেপটর প্রোটিনের খোঁজ পেয়েছেন, যা ম্যালেরিয়ার পরজীবীকে মানুষের শরীরে ঢুকে বংশ বিস্তার করতে সাহায্য করে। সাধারণত, ম্যালেরিয়ার পরজীবী মশার লালার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। তারপর তা রক্তস্রোতে বয়ে গিয়ে যকৃতে সোজা পৌঁছে যায়। সেখানেই ম্যালেরিয়ার মশা ফের বংশ বিস্তার করে।

publive-image

যে নির্দিষ্ট প্রোটিনের সাহায্যে এই জীবাণুরা মানুষের শরীরের সুস্থ কোষগুলিকে সংক্রমিত করে সেই প্রোটিনটিকে আলাদা করে জেএনইউ-এর গবেষকরা চিহ্নিত করেছেন। এর উদ্দেশ্য হল, ওই প্রোটিন দিয়েই ভ্যাকসিন তৈরি করে ম্যালেরিয়ার পরজীবীদের মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে বাধা দিতে পারবে। আপাতত, এর ওপরই গবেষণা করছেন গবেষকেরা। আর সেটি সফল হলে, ম্যালেরিয়াও ইতিহাস হয়ে যাবে এক সময়।  

ass

Add 1