একনাথে ভরসা রাখুন, শিবসেনার এখন একটাই বার্তা

'সমস্ত বিভ্রান্তি দূর করা হবে খুব তাড়াতাড়ি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vfbgnh

File Picture

নিজস্ব সংবাদদাতা: মুম্বাই এ ভোট হয়ে গেলেও মসনদে কে সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। যা নিয়ে মুম্বইয়ের অন্দরের আলাদায় সমীকরণ চলছিল। তবে আগাম ঘোষণা অনুযায়ী, অবশেষে একনাথ শিন্ডে জানিয়ে দিতে চলেছেন নিজের মনের কথা। তার আগে দলের অন্দরে চলছে গুঞ্জন। এবার সেই গুঞ্জনের জবাব দিলেন শিবসেনা নেতা।

eknath shindeq1.jpg

শিবসেনা নেতা সঞ্জয় শিরসাট এদিন এই প্রসঙ্গে বলেন, “একনাথ শিন্ডে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে মহাযুতি সরকার গঠন করা হবে। তিনি আরও বলেছেন যে আমি কোনও বাধা নই, আমাদের (শিবসেনা) কোনও দাবি নেই। এত স্পষ্ট মন্তব্য, আমি মনে করি তার বিরুদ্ধে অভিযোগ করা ভাল নয়। সিনিয়র নেতারা যা সিদ্ধান্ত নেবেন, আমরা তা মেনে নেব। নেতাদের মধ্যে বৈঠক করা হচ্ছে মূলত একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পাওয়ার পোর্টফোলিও নিয়ে এবং সমস্ত বিভ্রান্তি দূর করা হবে খুব তাড়াতাড়ি”।

eknath shinde erd.jpg