ভারতীয় নিরাপত্তারক্ষীদের বড় সাফল্য- শত্রুপক্ষকে নাশ করে জনসাধারণ করল আরও সুরক্ষিত- একাধিক মৃত্যু

শত্রুপক্ষকে নাশ করে জনসাধারণ করল আরও সুরক্ষিত করল ভারতীয় নিরাপত্তারক্ষী।

author-image
Aniket
New Update
fd

 

 

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের নারায়ণপুর - দান্তেওয়াড়া জেলা সীমান্তে দক্ষিণ আবুজমার্হ বন এলাকায় যৌথ নকশাল বিরোধী অনুসন্ধান অভিযানের সময় চার নকশাল নিহত হয়েছে। এছাড়াও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের ( ডিআরজি ) হেড কনস্টেবল সান্নু করমও অপারেশন চলাকালীন অ্যাকশনে নিহত হয়েছেন। আবুজমার্হ এলাকায় নারায়ণপুর , দান্তেওয়াড়া , জগদলপুর এবং কোন্ডাগাঁও জেলা থেকে ডিআরজি দলের সমন্বয়ে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) এই অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় AK-47 এবং SLR সহ স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান অভিযান এখনও চলছে।