বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড়! গ্রেফতার প্রধান অভিযুক্ত

বাবা সিদ্দিকীকে হত্যার ঘটনার প্রধান অভিযুক্তকে পুলিশ উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Baba siddique


নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শিব কুমার গৌতমকে উত্তরপ্রদেশ থেকে পুলিশ গ্রেফতার করেছে।  উত্তরপ্রদেশের বাহরাইচ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে তার আগেই পুলিশ গ্রেফতার করে।  শিবকুমারকে আশ্রয় দেওয়া এবং নেপালে পালাতে সাহায্য করার অভিযোগে আরও চারজনকে পুলিশ গ্রেফতার করেছে।  এই চারজন হল, অনুরাগ কাশ্যপ, জ্ঞান প্রকাশ ত্রিপাঠি, আকাশ শ্রীবাস্তব এবং অখিলেশেন্দ্র প্রতাপ সিং।

c

১২ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রা এলাকায়  মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে তিন জন বন্দুকবাজ গুলি করে হত্যা করে। উত্তরপ্রদেশ ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে বাহরাইচের নানপাড়া এলাকা থেকে এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তিন বন্দুকধারীর একজন হলে শিব কুমার গৌতম  যিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে যোগাযোগ করেছিলেন।  তাঁকেই লরেন্স গ্যাঙের তরফে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছিল।