নিজস্ব সংবাদদাতাঃ 'ক্যাশ ফর কোয়েরি' অভিযোগের মুখে থাকা তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার অর্থাৎ আজ লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন।
কমিটির সামনে হাজিরা দেওয়ার আগে মহুয়া প্যানেলকে লেখা একটি চিঠিতে বলেছিলেন যে তিনি ২ নভেম্বর শুনানির জন্য প্যানেলের সামনে উপস্থিত হবেন।
ঘুষ দাতা দর্শন হিরানন্দানি ও অভিযোগকারী অ্যাডভোকেট জয় দেহাদরাইকে জেরা করার অনুমতি চেয়েছেন তিনি।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ, আদানি গ্রুপকে টার্গেট করে সংসদে প্রশ্ন তোলার জন্য দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন মৈত্র।