নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, তৃণমূলের প্রতিনিধিদের জন্য অপেক্ষা করতে গিয়ে তাঁর আড়াই ঘণ্টা সময় নষ্ট হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, বাংলার দাবি জানানো নয়, বরং রাজনীতি করাই ছিল তৃণমূল নেতাদের আসল উদ্দেশ্য। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের রাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যা বলছেন বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘক্ষণ তৃণমূল প্রতিনিধিদের বসিয়ে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র লিখেছেন, "দুঃখিত সাধ্বী নিরঞ্জন জ্যোতি, আপনি মিথ্যাবাদী (আমি যথেষ্ট ভদ্র ভাবে বলছি)। আপনি আমাদের প্রতিনিধি দলকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমাদের প্রবেশের অনুমতি দেওয়ার আগে আপনি সমস্ত নাম যাচাই করেছেন। আমাদের ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করিয়েছেন এবং তারপর পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন।"