মহুয়া মৈত্রকে নিয়ে এই মুহূর্তের বড় আপডেট

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করে লোকসভার এথিক্স কমিটি। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনই, সোমবার নেওয়া হবে বড় পদক্ষেপ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
mahuaaaa.jpg

নিজস্ব সংবাদদাতা: আগামী ৪ ডিসেম্বর, সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেদিনই কি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ভাগ্য নির্ধারণ করা হবে? অর্থাৎ মহুয়া মৈত্রের সাংসদ পদ থাকবে কি না সে বিষয়ে সেদিনই সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। এর কারণ হল সেদিনই লোকসভার পেশ করা হবে এথিক্স কমিটির রিপোর্ট।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের যে সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি সেটা সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনই, সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভায় পেশ করা হবে। লোকসভার সচিব তথা এথিক্স কমিটির চেয়ারপার্সন বিনোদ কুমার সোনকর মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই রিপোর্ট স্পিকারের কাছে পেশ করতে চলেছেন। তারপর এথিক্স কমিটির সুপারিশ গ্রাহ্য করা হবে কি না সেটা স্থির করবেন স্পিকার।