চলে গেলেন মহাত্মা গান্ধীর বংশধর! দেশজুড়ে শোকের ছায়া

৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মহাত্মা গান্ধীর পরিবারের বংশধর। এই শোক সংবাদ দিয়েছেন তাঁর পুত্র। গান্ধীজির নাতির মৃত্যুতে শোকস্তব্ধ দেশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
ArunGandhi

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাতি (Grandson) অরুণ গান্ধী (Arun Gandhi)। তিনি একজন বিশিষ্ট লেখক এবং পরিচিত সামাজিক কর্মীও ছিলেন। মঙ্গলবার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। মহারাষ্ট্রের কোলহাপুরে (Kolhapur) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই মৃত্যুর খবর দিয়েছেন তাঁর পুত্র তুষার গান্ধী (Tushar Gandhi)। শোকের ছায়া নেমে এসেছে গোটা গান্ধী পরিবারজুড়ে (Gandhi Family)। পুত্র তুষার জানিয়েছেন যে কোলহাপুরেই তাঁর বাবার শেষকৃত্য (Last Rites) হবে। 'জাতির জনক' (Father of Nation) মহাত্মা গান্ধীর পদাঙ্ক অনুসরণ করে অরুণ নিজেও নানা মানবিক উদ্দেশ্যে আন্দোলন করেছেন।

ad.jpg