রাম মন্দিরের উদ্বোধন, ১০০টি বিমান, হয়ে গেল বিশেষ ঘোষণা!

মহাঋষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরে যাতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে যাত্রীদের সমস্যা না হয় তাই বিশেষ বৈঠক হল। জেনে নিন বিস্তারিত।

author-image
Anusmita Bhattacharya
New Update
Maharishi Valmiki International

নিজস্ব সংবাদদাতা: রাম মন্দিরের উদ্বোধন সংক্রান্ত উৎসবের দিন যত এগিয়ে আসছে তত অযোধ্যায় ভক্তদের ভিড় বাড়ছে। মূল দিনগুলোতে যাতে ভক্তদের কোনও সমস্যা না হয় বিমানবন্দরে তাই এই সংক্রান্ত বিশেষ বৈঠক হয়। মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার বলেন, "প্রায় ১০০ টি বিমান অবতরণ করতে পারে এবং উড়ান ভরতে পারে। এখান থেকে (অযোধ্যা) শুধুমাত্র উড়ান এবং অবতরণ করা হবে। বিমানগুলিকে লখনউ, কানপুর, গোরখপুর, বারাণসী ও প্রয়াগরাজের মতো কাছাকাছি বিমানবন্দরগুলিতে অবতরণ করানো হবে"৷