মহারাষ্ট্র নির্বাচনে কোন কৌশল নিচ্ছে বিজেপি! ফাঁস করলেন রাজ্য় সভাপতি

মহারাষ্ট্রের রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে বলেছেন, বিজেপির একমাত্র ইস্যু হিন্দু-মুসলিম।

author-image
Tamalika Chakraborty
New Update
maharashtra state congress


নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে বলেছেন, "বিজেপির একমাত্র ইস্যু হিন্দু-মুসলিম। তারা কখনই জনগণের সমস্যা নিয়ে কথা বলে না। কর্ণাটক এবং তেলেঙ্গানায় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ হয়েছে। আমরা বাকি সব প্রতিশ্রুতি পূরণ করব। মহারাষ্ট্রেও প্রতিশ্রুতি দিয়েছি। আমরা মহারাষ্ট্রে মূল্যস্ফীতি কমাবো।"


অন্যদিকে, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বারামতি বিধানসভা আসন থেকে NCP-SCP প্রার্থী যুগেন্দ্র পাওয়ার বলেছেন, "আমি মনে করি না যে তারা (মহাযুতি) ১৭৫ টি আসন পাবে। মহা বিকাশ আঘাদি হয়তো ১৭৫ বা ১৮০ আসনের কাছাকাছি পাবে। ২৩ নভেম্বর আমরা জয়ী হবো৷ সঠিক মার্জিন কী ২৩ তারিখ বোঝা যাবে।  তবে জয় আমাদেরই হবে। মহারাষ্ট্রে পানীয় জলের সমস্যা একটি খুব বড় সমস্যা। তার পাশাপাশি রয়েছে বেকারত্ব, অপরাধের হার এবং দুর্নীতি। আমরা এই সমস্ত বিষয়ে কাজ করব। সাধারণভাবে দেশটি সর্বদাই ধর্মনিরপেক্ষ।"

maharashtra candidate