ফের হিংসার কবলে রাজ্য! জ্বলছে গাড়ি... ভাঙচুর দোকানপাঠ

আম্বেদকরের স্মৃতিসৌধ ভাঙচুরের প্রতিবাদে ডাকা বনধের সময় বুধবার মহারাষ্ট্রের পারভানিতে সহিংসতা ছড়িয়ে পড়ে।

author-image
Tamalika Chakraborty
New Update
aharashtra violence

নিজস্ব সংবাদাতা: আম্বেদকরের স্মৃতিসৌধ ভাঙচুরের প্রতিবাদে ডাকা বনধের সময় বুধবার মহারাষ্ট্রের পারভানিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। পারভানির অনেক এলাকায় দোকানপাট ও যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।

ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়। কিছু এলাকায় লাঠিচার্জও করা হয়। পারভানিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। পারভানি সংলগ্ন হিঙ্গোলিতেও হিংসার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সোপান দত্তরাও পাওয়ার (৪৫) মঙ্গলবার রেলস্টেশনের সামনে আম্বেদকর মেমোরিয়ালে সংবিধানের প্রতিরূপ ভাঙার চেষ্টা করে। এরপর লোকজন তাকে মারধর করে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।