নিজস্ব সংবাদদাতা: তারা সম্পর্কে দাদা-ভাই। তবে ৯০’র দশকে সম্পর্কটা শুধুই রাজনৈতিক মাপজোকেই সীমাবদ্ধ হয়ে যায়। এরপর অবশ্য মহারাষ্ট্রের রাজনীতিতে পেরিয়ে গেছে অনেক অধ্যায়। এখন মহারাষ্ট্রে চলছে একনাথ শিন্ডের অধ্যায়। মসনদ ছেড়েছেন উদ্ধব ঠাকরে। এবার সেই উদ্ধব ঠাকরের খুড়তোতো দাদা রাজ ঠাকরের হাত ধরলেন একনাথ শিন্ডে।
সম্প্রতি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সাথে মুম্বাইতে তাঁর বাসভবনে দেখা করেন। সিএমও সূত্রে খবর, রাজ ঠাকরে বাধ্যতামূলক মারাঠি সাইনবোর্ড এবং টোল বুথ ইস্যু বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন। তবে সেই আলোচনায় ভাই উদ্ধবের প্রসঙ্গ ওঠে কিনা, তা অবশ্য জানা যায়নি। লোকসভা নির্বাচনের আগে শিন্ডের সাথে রাজ ঠাকরের এই ঘনিষ্ঠতা মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন কোনও বদল আনে কিনা, এখন সেটাই দেখার।