Maharashtra political crisis : রাজ্যপালের ভুলে সরকার পড়ল রাজ্যে!

মহারাষ্ট্র (Maharashtra) রাজনীতিতে (Maharashtra political crisis) ফের টানাপোড়েন। সরকার পড়ে যাওয়ার ঘটনা আদৌ বৈধ কি না সে ব্যাপারে প্রশ্ন উঠছে। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court) চলছে শুনানি।

author-image
Pritam Santra
New Update
Maharashtra political crisis

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র (Maharashtra) রাজনীতিতে (Maharashtra political crisis) ফের টানাপোড়েন। সরকার পড়ে যাওয়ার ঘটনা আদৌ বৈধ কি না সে ব্যাপারে প্রশ্ন উঠছে। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court) চলছে শুনানি। শুনানি চলাকালীন বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছে, অসন্তুষ্ট বিধায়করা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে চান এমন কোনও ইঙ্গিত রাজ্যপালের পক্ষ থেকে স্পষ্টভাবে পাওয়া যায়নি। উদ্ধব ঠাকরে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন হারিয়েছেন বলে শিবসেনার (Shivsena) বিধায়কদের একটি অংশের সিদ্ধান্তের উপর নির্ভর করে রাজ্যপাল (Governor) ভুল করেছেন।