নিজস্ব সংবাদদাতাঃ এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর নেতা জিতেন্দ্র আওহাদ ভগবান শ্রীরামকে ‘আমিষভোজী’ বলে অভিহিত করায় জল্পনা শুরু হয়েছে রাজনীতি মহলে। যদি তিনি তাঁর করা এই মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে তাঁর এই ভগবান রামকে ‘আমিষভোজী’ বলা বক্তব্যের বিষয় নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রী বিশেষ মন্তব্য করেছেন। মহারাষ্ট্রের মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা বলেছেন, “তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি শুধুমাত্র লাইমলাইটে থাকার জন্য এই ধরনের বিবৃতি দিচ্ছেন।”