নিজস্ব সংবাদদাতা: শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগান ভুজবল। শরদ পাওয়ারের বাসভবনে হয় সাক্ষাৎ। তারপরেই শরদ পাওয়ারের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ছগান ভুজবল।
/anm-bengali/media/media_files/bvdLx7cHxnLy2ZcbDeha.jpg)
মহারাষ্ট্রে আসন্ন ভোট। তার আগেই প্রশ্ন উঠছে, তাহলে কি মহারাষ্ট্রে মোদীর হাত থেকে বেরিয়ে যেতে চলেছে খেলা? তবে এর উত্তর তো এখন সময় দেবে।