নিজস্ব সংবাদদাতা:জলগাঁও ট্রেন দুর্ঘটনার বিষয়ে, মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন বলেছেন, "এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন আহত হয়েছে। আহত যাত্রীরা সবাই আশঙ্কামুক্ত। মৃত ১৩ জনের মধ্যে ১০ জনকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৪ জন যারা নেপাল ও গোরখপুরের বাসিন্দা। দেহের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে। আমি জানতে পেরেছি যে গুজবের পরে প্রায় 400 জন ট্রেন থেকে নেমে গেছে। রাজ্য সরকার মৃত যাত্রীদের পরিবারকে 5 লক্ষ টাকা এক্স-গ্রেশিয়ার পরিমাণ ঘোষণা করেছে।"