নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বক্তব্য প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী দীপক কেসরকর।
তিনি বলেন, “রাজনীতি হল রাজনীতি এবং পরিবার হল পরিবার। রাজনীতির সঙ্গে পরিবারকে মেশানো উচিত নয়। ভাই হিসেবে রাখীবন্ধন পালন করা অজিত পাওয়ারের কর্তব্য। তাছাড়া রাজনৈতিক নেতা হিসেবে তিনি নির্বাচনে জয়ী হওয়ার জন্য মহায়ুতির পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবেন।”
#WATCH | Mumbai | On the statement of Maharashtra Deputy Chief Minister Ajit Pawar, Maharashtra Minister Deepak Kesarkar says, "Politics is politics and family is family. We should not mix family with politics. As a brother, it is his (Ajit Pawar's) duty to go and celebrate… pic.twitter.com/U7ylO2QBIg