নিজস্ব সংবাদদাতা: উদ্ধব ঠাকরের দিল্লি সফর প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী দীপক কেসারকার বলেছেন, "বালাসাহেব ঠাকরে কখনও মাতোশ্রী ছেড়ে যাননি। সবাই তাঁর সাথে দেখা করতে মাতোশ্রীতে আসতেন। এটি মহারাষ্ট্রের গর্ব। তিনি (উদ্ধব ঠাকরে) এটি ভুলে গেছেন এবং সেই কারণেই অনেক শিবসেনা নেতারা তাঁকে ছেড়ে চলে গেছেন। তাঁকে এই নিয়ে আরেকবার ভাবতে হবে।"
#WATCH | On Uddhav Thackeray's Delhi visit, Maharashtra Minister Deepak Kesarkar says, " Balasaheb Thackeray never left Matoshree, everyone used to come to Matoshree to meet him, this has been the pride of Maharashtra, he (Uddhav Thackeray) forgot about this and that's why so… pic.twitter.com/eOQq33VakN
কেন উদ্ধব ঠাকরেকে ছেড়ে চলে গিয়েছিলেন নেতারা! এতদিনে খোলসা হল কারণ
মহারাষ্ট্রের মন্ত্রী দীপক কেসারকার বলেছেন, "বালাসাহেব ঠাকরে কখনও মাতোশ্রী ছেড়ে যাননি। সবাই তাঁর সাথে দেখা করতে মাতোশ্রীতে আসতেন।"
Follow Us
নিজস্ব সংবাদদাতা: উদ্ধব ঠাকরের দিল্লি সফর প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী দীপক কেসারকার বলেছেন, "বালাসাহেব ঠাকরে কখনও মাতোশ্রী ছেড়ে যাননি। সবাই তাঁর সাথে দেখা করতে মাতোশ্রীতে আসতেন। এটি মহারাষ্ট্রের গর্ব। তিনি (উদ্ধব ঠাকরে) এটি ভুলে গেছেন এবং সেই কারণেই অনেক শিবসেনা নেতারা তাঁকে ছেড়ে চলে গেছেন। তাঁকে এই নিয়ে আরেকবার ভাবতে হবে।"