মহারাষ্ট্র, ঝাড়খণ্ড নির্বাচন- বিজেপির চরম হার!- জানিয়ে দেওয়া হল- রাতের বিশাল খবর

কি বলা হল বিজেপিকে নিয়ে আসন্ন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড নির্বাচন প্রসঙ্গে?

author-image
Aniket
New Update
modi shahss.jpg

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। এই দুই রাজ্যেই এবার বিজেপি তাদের এনডিএ সরকার ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যাপক ভাবে আশাবাদী। এর মধ্যে ইতিমধ্যেই মহারাষ্ট্রে সরকার রয়েছে এনডিএ-এর। তবে এবার এই দুই রাজ্য নির্বাচনে বিজেপির চরম হার হবে বলেই দাবি করলেন সিপিআই নেতা ডি রাজা।

সিপিআই নেতা ডি রাজা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বিষয়ে বার্তা দিতে গিয়ে বলেছেন, "গ্রাউন্ড রিপোর্টগুলি পরামর্শ দেয় যে মহারাষ্ট্রে বা ঝাড়খণ্ডে বিজেপি এবং তার সহযোগীদের দ্বারা অনুসরণ করা বিপর্যয়মূলক নীতির জন্য লোকেরা ক্ষুব্ধ। এই দুই রাজ্যে বিজেপি ও তার সহযোগীরা পরাজিত হতে চলেছে। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলগুলির মধ্যে ঘনিষ্ঠভাবে আসতে এবং ইউপিএ-কে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী সম্মিলিত লড়াইয়ের জন্য ব্যাপক সচেতনতা রয়েছে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড রাজ্যে, বিজেপি খুবই মরিয়া।" এখন দেখার এই দুই রাজ্যে বিজেপি কি ফল করে আসন্ন বিধানসভা নির্বাচনে।