নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঘোষণা করেছেন যে আগ্রার মীনা বাজার (যা আগে আগ্রা কোঠি নামে পরিচিত ছিল) সেখানে ছত্রপতি শিবাজি মহারাজের একটি বৃহৎ স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তিনি বলেন, "এই স্থানটি অধিগ্রহণ করবে মহারাষ্ট্র সরকার। সেখানে ছত্রপতি শিবাজি মহারাজের একটি বৃহৎ স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। আমি নিজেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এই বিষয়ে কথা বলব।"
উল্লেখ্য, এই আগ্রা কোঠিতেই মোগল সম্রাট ঔরঙ্গজেব, শিবাজি মহারাজকে বন্দি রেখেছিলেন।