নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র বিশেষ জননিরাপত্তা আইন, ২০২৪ প্রস্তাব করেছে।
এই বিষয়ে মহারাষ্ট্রের নকশাল বিরোধী অপারেশনের ইন্সপেক্টর জেনারেল সন্দীপ পাতিল বলেন, "সম্প্রতি মহারাষ্ট্র সরকারের বিধানসভা অধিবেশনে মহারাষ্ট্র বিশেষ জন সুরক্ষা আইন চালু করা হয়েছে। এই আইনের লক্ষ্য বেআইনি সংগঠনের কার্যকলাপ রোধ করা। মাওবাদী - এটি একটি ব্যান্ড সংগঠন সিপিআই মাওবাদী দ্বারা পরিচালিত হয় যা কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে। মহারাষ্ট্র পুলিশ ও গড়চিরোলি পুলিশ জঙ্গলের মাওবাদীদের রুখতে সফল হয়েছে।"