রাজ্যের কৃষকরা মহাযুতি সরকারের প্রতি বিরক্ত! মহারাষ্ট্রের প্রাক্তনমন্ত্রীর জোর জল্পনা

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বলেন, রাজ্যের কৃষকরা মহাযুতি সরকারের প্রতি বিরক্ত।

author-image
Tamalika Chakraborty
New Update
সোপোোোো

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের  এনসিপি-এসসিপি প্রার্থী এবং প্রাক্তন মন্ত্রী গুলাবরাও দেওকর বলেছেন, "মহারাষ্ট্রের জনগণ বিশেষ করে কৃষকরা মহাযুতি সরকারের প্রতি বিরক্ত। কৃষকরা তাদের ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না। তাঁরা বিরক্ত এবং২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কিছুই হয়নি। বেকারত্ব বাড়ছে। বিজেপি তাদের ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ হচ্ছে না।" 

 

১৩ নভেম্বর থেকে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। প্রচারে আর কয়েকদিন বাকি রয়েছে। তার আগে জোর কদমে প্রচার শুরু হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল জোর কদমে প্রচার চালাচ্ছে।  মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এসেছিলেন। 

vfbgnh