নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের অর্থমন্ত্রী অজিত পাওয়ার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করছেন।
/anm-bengali/media/media_files/GW2lOpQVFeiia2Q0OR4T.jpeg)
অর্থমন্ত্রী বলেন, "আমি ২০২৫/২৬ অর্থবছরের বাজেট পেশ করছি। ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রীর উন্নত ভারতের স্বপ্ন পূরণে মহারাষ্ট্র এক নম্বরে থাকবে। বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগে মহারাষ্ট্র এক নম্বরে। দাভোসে, মহারাষ্ট্র ৫৬টি কোম্পানির সাথে ১৫.৭২ লক্ষ কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা ১৬ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে"।