মহারাষ্ট্র নির্বাচনের আগে আসন ভাগাভাগি, কি বলছে বিজেপি

এমন অবস্থায় হতে চলেছে হাইভোল্টেজ নির্বাচন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
elections1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নজরে এবার মহারাষ্ট্র নির্বাচন। সরকার বদলের রাজনীতিতে এবার দুই দলই প্রস্তুতি সারছে। উদ্ধব শিবির চাইছে হিসাব বুঝে নিতে। আর বিজেপি চাইছে উদ্ধব ঠাকরে কে বুঝিয়ে দিতে। এমন অবস্থায় হতে চলেছে হাইভোল্টেজ নির্বাচন।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এমভিএ আসন ভাগাভাগি নিয়ে, বিজেপি নেতা নলিন কোহলি এদিন বলেন, “যতদূর কংগ্রেস এবং তার তথা কথিত জোটের অংশীদাররা উদ্বিগ্ন, কেউ এখন শুধু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে নয়, লোকেও একটি ধারাবাহিক প্রবণতা লক্ষ্য করেছে। সভা নির্বাচনের আগেও এটি কোনো জোটবদ্ধভাবে জন্মগ্রহণ করে না, এটা একটা সুবিধাবাদী রাজনৈতিক বোঝাপড়া যে আমরা এখন বিজেপির বিরোধিতা করব এবং তাই আমরা ক্ষমতা ও আসনের জন্য লড়াই করতে পারি। এটা সম্পূর্ণ আলাদা। বিজেপি-এনডিএ-র মডেল, যেখানে মানুষের সেবা করার এজেন্ডা আছে, শাসনের ক্ষেত্রে ইতিবাচকতার এজেন্ডা আছে এবং কোনো কথার যুদ্ধ নেই। তাই মানুষ সেই দিকটাতেই বেশি জোর দেবে”। 

Adddd