নিজস্ব সংবাদদাতাঃ শনিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, মাওবাদী কার্যকলাপে জড়িত নকশাল কমান্ডার গিরিধর ২৫ লক্ষ টাকা নগদ পুরস্কার নিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে আত্মসমর্পণ করলেন।
এই বিষয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, "পুলিশ ও প্রশাসন মাওবাদের বিরুদ্ধে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে কারণ মাওবাদের মেরুদণ্ড হিসাবে বিবেচিত গিরধর এবং তাঁর স্ত্রী উভয়ই আজ আত্মসমর্পণ করেছেন। গিরধরের ২৫ লক্ষ এবং তার স্ত্রীকে ১৬ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। গড়চিরোলিতে মাওবাদী কার্যকলাপের প্রধান হিসেবে দেখা হত তাঁদের। আজ গড়চিরোলিতে আমাদের সি-৬০ বাহিনী এমন পরিস্থিতি তৈরি করেছে যে হয় মাওবাদীদের আত্মসমর্পণ করতে হবে, না হয় পরিণতি ভোগ করতে হবে। গত চার বছরে গড়চিরোলির একজনও মাওবাদী আন্দোলনে যোগ দেয়নি। এখানে আর নিয়োগ নেই। প্রত্যন্ত অঞ্চলে পুলিশ পাঠায়। গড়চিরোলিকে মহারাষ্ট্রের শেষ প্রান্ত হিসাবে বিবেচনা করা হত, তবে আমরা সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি। এখন, আমরা এটিকে মহারাষ্ট্রের প্রথম জেলা হিসাবে দেখছি।"