নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের নাগপুরের এক পর্যটক দম্পতি মঙ্গলবার হামলার সময় পহেলগামে উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, "ঘটনাস্থল থেকে বেরিয়ে আসার সময়ই এই ঘটনাটি ঘটে। আমরা অনেকক্ষণ ধরে গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। সবাই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছিল। আমরা আর পিছনে ফিরে তাকাইনি কারণ আমরা কেবল সেখান থেকে পালাতে চেয়েছিলাম।"
/anm-bengali/media/media_files/2025/04/22/rrVq9RdzKu7gpi6ihOM3.JPG)