নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সাম্ভাজী মহারাজের বিরুদ্ধে কিছু "অপমানজনক" কন্টেন্ট উইকিপিডিয়ায় প্রকাশিত হয়। আর এবার এই বিষয়েই গভীর উদ্বেগ প্রকাশ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি মহারাষ্ট্র সাইবার সেলকে নির্দেশ দিয়েছেন, এই বিষয়টি নিয়ে উইকিপিডিয়ার সঙ্গে যোগাযোগ করতে। এই ধরনের কন্টেন্ট মহারাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্যর ক্ষতি করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারেই মহারাষ্ট্র সরকার দেখছে বলে মন্তব্য করেন তিনি।