নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের পর মহারাষ্ট্র। মহারাষ্ট্রেও ৬ জেলায় বার্ড ফ্লু -এর হানা। দ্রুত গতিতে ছড়াচ্ছে বার্ড ফ্লু। মহারাষ্ট্রের সবকটি জেলাকেই এই মুহুর্তে সতর্ক করা হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আপাতত, মুরগী নিধনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
এদিকে, অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুর প্রকোপ বাড়ছে। রাজ্যের পূর্ব গোদাবরী জেলায় লক্ষাধিক মুরগি মারা যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনের মধ্যে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুরগির মাংস ও ডিম খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
/anm-bengali/media/media_files/TWMNPPfbiER2sHQ7TO12.webp)
National Institute of High Security Animal Diseases-এর রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকায় সংক্রমণ রুখতে তিন মাসের জন্য পোলট্রি খামার বন্ধ রাখা হয়েছে। পরিযায়ী পাখিদের মাধ্যমে ভাইরাস ছড়ানোর আশঙ্কা থাকায় নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। সংক্রমণ প্রতিরোধে গঠিত হয়েছে ৬৫টি মেডিক্যাল টিম এবং বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
প্রতিবেশী রাজ্য তেলঙ্গানা ইতিমধ্যে মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে এবং সীমান্তে ২৪ টি চেকপোস্ট বসিয়ে নজরদারি চালাচ্ছে। সমস্ত জেলাশাসককে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।