নিজস্ব সংবাদদাতা: শ্রীনগরে সাড়ম্বরে সকাল থেকে পালিত হচ্ছে মহরম। মহরমের বিশেষ পদযাত্রা শহরের ঐতিহ্যবাহী পথ-গুরু বাজার হয়ে ডালগেট পর্যন্ত বের হয় এদিন। কয়েক হাজার যুবককে দেখা যায় এই প্রশেসনে পা মেলাতে।
যেহেতু এই মুহুর্তে জম্মু-কাশ্মীরে অমরনাথ যাত্রা চলছে, তাই এদিন এই পদযাত্রা ঘিরে ছিল বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। কাশ্মীর জোনের আইজিপি ভি কে বার্দি এদিন এই প্রসঙ্গে বলেন, "বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, শোভাযাত্রার জন্য একটি নির্দিষ্ট রুট দেওয়া হয়েছে। আমরা একটি ট্র্যাফিক অ্যাডভাইজরিও জারি করেছি, যাতে শহরের বাকি লোকেরা কোনও সমস্যার সম্মুখীন না হয়৷ তাদের প্রতিদিনের কাজকর্মের জন্য আয়োজকরা তাদের কিছু স্বেচ্ছাসেবকও মোতায়েন করেছে”।