নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেন, “মৌনী অমাবস্যার পবিত্র স্নানের জন্য গতকাল সন্ধ্যা ৭টা থেকে প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন। আখড়া মার্গে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। যেখানে ৯০ জনেরও বেশি মানুষ আহত এবং ৩০ জনের মৃত্যু হয়। প্রয়াগরাজে ৩৬ জন চিকিৎসাধীন। আখড়া মার্গে জনতা ব্যারিকেড ভেঙে ফেলার সময় এই ঘটনা ঘটে”।
/anm-bengali/media/media_files/2025/01/28/lkMxpqOrf5pRbVjTqvcb.jpg)