নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে 2025 সালের মহাকুম্ভ মেলা নিয়ে একটি নতুন বিতর্ক তৈরি হয়েছে। মহাকুম্ভের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সন্ত সমাজ। সাধুরা এ ব্যাপারে ইউপি সরকারের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন। তিনি বলেছেন যে কুম্ভের পবিত্রতা ও নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সর্বভারতীয় সান্ত সমিতির সাধারণ সম্পাদক জিতেন্দ্রানন্দ সরস্বতী বলেন, কুম্ভে আসা প্রতিটি মানুষকে বিশ্বাস করা সম্ভব নয়। 'থুতু জিহাদ' এবং 'পি জিহাদ'-এর মতো কথিত ঘটনার উল্লেখ করে তিনি বলেছিলেন যে মহাকুম্ভের পবিত্রতা বজায় রাখতে এই নিষেধাজ্ঞা প্রয়োজন। সাধুরাও পরামর্শ দিয়েছেন যে কুম্ভমেলার 50 কিলোমিটার এলাকায় কোনও নতুন ব্যক্তিকে দোকান বসাতে দেওয়া উচিত নয়। সন্ত সমাজের এই দাবির তীব্র বিরোধিতা করেছে মুসলিম সংগঠনগুলো। মুসলিম ধর্মীয় নেতারা একে গঙ্গা-যমুনি সংস্কৃতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের পরিপন্থী বলেছেন। সম্বলের বাদি মসজিদের মুতাওয়াল্লী বদরে আলম ও চান্দোসির ইমাম মাওলানা মোহাম্মদ নাজিম এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, এটা ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর।