মহাকুম্ভ মেলায় পা রাখতেই যোগীকে প্রশংসায় ভরালেন আদানি

'আমরা রাজ্যে আমাদের বিনিয়োগ সর্বাধিক করতে প্রতিশ্রুতিবদ্ধ'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
goutam adani

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভ মেলা দর্শন করলেন আদানি গ্রুপের চেয়ারম্যান, গৌতম আদানি। স্বপরিবারে গিয়েছিলেন মা গঙ্গার কাছে পুজো দিতে। আর তাঁর ছেলের বিয়ে উপলক্ষ্যে প্রথম গঙ্গা মাকেই নিমন্ত্রণ করে আসেন তিনি।

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “উত্তরপ্রদেশে প্রচুর সুযোগ রয়েছে, এর জনসংখ্যা ২৭ কোটি। আদানি গ্রুপ উত্তরপ্রদেশ সরকারের উন্নয়নমূলক কাজে অবদান রাখতে থাকবে। আমরা রাজ্যে আমাদের বিনিয়োগ সর্বাধিক করতে প্রতিশ্রুতিবদ্ধ”।

dfghjk,.

একই সাথে আদানি গ্রুপের চেয়ারম্যান, এও বলেন, “এখানে প্রয়াগরাজ মহা কুম্ভে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা বিস্ময়কর। এখানে যে ম্যানেজমেন্ট আছে, আমি দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদী এবং সিএম যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাতে চাই। এখানে যে ম্যানেজমেন্ট আছে - ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের জন্য গবেষণার বিষয়। আমার কাছে, মা'র আশীর্বাদের চেয়ে বড় কিছুই নেই”।

kumbh