নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনার ইউবিটি নেতা উদ্ধব ঠাকরে সোমবার অর্থাৎ আজ রাতে মহাদেব বেটিং অ্যাপ মামলায় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের জড়িত থাকার অভিযোগ নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন। উদ্ধব ঠাকরে জানিয়েছেন, ভূপেশ বাঘেল বিজেপিতে যোগ দেবেন না। তবে উদ্ধব ঠাকরে বলেন, "ভূপেশ বাঘেল যদি বিজেপিতে যোগ দেন, তাহলে মহাদেব বেটিং অ্যাপ 'হর হর মহাদেব অ্যাপ'-এ পরিণত হবে।" ঠাকরে আরও উল্লেখ করেছেন যে বাঘেল বিজেপিতে যোগ দিলে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমস্ত মামলা বন্ধ হয়ে যাবে। মহাদেব অ্যাপের সঙ্গে জড়িত মানি লন্ডারিং মামলার অন্যতম অভিযুক্ত শুভম সোনি জানিয়েছেন, ভূপেশ বাঘেল নিজেই তাঁকে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যেতে বলেছিলেন।