মহাকুম্ভে ফের দুর্ঘটনা, প্রাণ চলে গেল ১০ ভক্তের

ফের একবার ১০ জনের মৃত্যুর খবর সামনে আসছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: ফের মহাকুম্ভে দুর্ঘটনা। তার জেরে প্রাণ হারাল ১০ জন। ঘটনাস্থল সেই প্রয়াগরাজ।

প্রয়াগরাজে বিপদ যেন কিছুতেই কাটছে না। মাঘী পূর্ণিমাও পেরিয়ে গেছে। অথচ বিপদ যেন পিছু ছাড়ছে না মহাকুম্ভের এই পবিত্র উৎসব কে। ফের একবার ১০ জনের মৃত্যুর খবর সামনে আসছে। যা জানা যাচ্ছে, ডিসিপি যমুনানগর বিবেক চন্দ্র যাদব এদিন জানিয়েছেন, ছত্তিশগড় থেকে মহা কুম্ভে ভক্তদের বহনকারী গাড়ির সাথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ। সেই সংঘর্ষের জেরে ১০ জন প্রাণ হারিয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে পিএস মেজার অধীনে প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দেহগুলো ময়নাতদন্তের জন্য স্বরূপ রানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও তদন্ত প্রক্রিয়া এখনও চলছে বলেই এদিন জানিয়েছেন ডিসিপি যমুনানগর, বিবেক চন্দ্র যাদব।

Accident