নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দুর্নীতি এবং অন্যান্য ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভরত কংগ্রেস নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে মধ্যপ্রদেশ পুলিশ।
#WATCH | Bhopal: Madhya Pradesh Police use water cannons and tear gas to disperse Congress leaders and workers protesting against the state government over unemployment, inflation, corruption and other issues. pic.twitter.com/xfoAG7DALY