নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশ সরকার স্কুল ও কলেজগুলিকে জন্মাষ্টমী উদযাপনের নির্দেশ দিয়েছে৷ আর যা নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। এদিন এই প্রসঙ্গে সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা বলেন, "স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি অধ্যায়নের জন্য তৈরি হয়েছে। কিন্তু বিজেপি সরকার এবং বিজেপি-আরএসএস মিলিত সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধর্মীয় ক্ষেত্রে পরিণত করেছে। স্কুল, কলেজ ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য নয়। ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এখানে সমস্ত ধর্ম এবং ধর্মীয় অনুষ্ঠানকে সম্মান দেওয়া হয়। কিন্তু তার মানে এই নয় সরকার‘কোন উৎসব উদযাপন করা উচিত’ তা নির্দেশ করতে পারে। মধ্যপ্রদেশ সরকার যা করছে তা অত্যন্ত শোচনীয় এবং এটি অবশ্যই বন্ধ করা উচিত”।
VIDEO | “Schools, colleges, educational institutions are meant for study, not to observe religious functions as dictated by BJP government and BJP-RSS combined. India is a secular democratic republic, and they cannot dictate what festival should be celebrated. This is not… pic.twitter.com/Zri4CFzTPw