নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের নর্মদাপুরমে ডেপুটি কালেক্টর ডি এন সিং বলেছেন, " জেলার বিভিন্ন অংশে দুপুর একটা টা নাগাদ বৃষ্টি শুরু হয়েছে। যেখানেই অত্যধিক জল জমেছে বা বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, সেখানে স্থানীয় বাসিন্দাদের স্কুলের মতো নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। জল বের করার চেষ্টা করা হচ্ছে। বৃষ্টির কারণে ১১টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাখননগরে বৃষ্টির কারণে একটি বাড়ির দেয়াল পড়ে দুই বছরের এক শিশু প্রাণ হারিয়েছে।"