নিজস্ব সংবাদদাতা: মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেখানকার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মহিলাদের সরকারের দেওয়া আর্থিক সাহায্য নিয়ে বড় দাবি করলেন। বলেন, 'যেটা পৃথিবীতে কোথাও হয়নি সেটা আমি করে দেখিয়েছি মধ্য প্রদেশে। আমি আমার বোনেদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। প্রতি মাসে আমার বোনেদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এটা শুধুমাত্র টাকা নয়, এটা আপনাদের সম্মান যেটা আমি আপনাদের দিয়েছি'।