নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "লোকসভা নির্বাচন, হরিয়ানা, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর, দিল্লি বিধানসভা নির্বাচনেও বিজেপি জিতবে। দিল্লিতে দুঃশাসনের অবসান ঘটবে এবং বিজেপি সরকার গঠন করবে।"
#WATCH | Indore: Madhya Pradesh CM Mohan Yadav says, "After BJP's victory in Lok Sabha elections, Haryana, Maharashtra assembly elections, BJP will also win the Delhi assembly elections... Misrule will end in Delhi and BJP will form the government..." pic.twitter.com/FXPoxyaqpx
লোকসভা নির্বাচনের মতোই.... এই মুহূর্তের সব থেকে বড় খবর
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, দিল্লি বিজেপি সরকার গঠন করতে চলেছে।
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "লোকসভা নির্বাচন, হরিয়ানা, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর, দিল্লি বিধানসভা নির্বাচনেও বিজেপি জিতবে। দিল্লিতে দুঃশাসনের অবসান ঘটবে এবং বিজেপি সরকার গঠন করবে।"