স্বাধীনতার পর কংগ্রেসের রিমোট কন্ট্রোল সরকার! দেশে জরুরি অবস্থা জারি! ফাঁস করলেন মোদী

২০২৪ লোকসভা নির্বাচন শুরু হতে বাকি নেই আর বেশ দিন। পাঁচ দিন পরই শুরু হবে লোকসভার প্রথম দফার ভোট। আজ আবারও কংগ্রেসকে নিশানা করে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Probha Rani Das
New Update
pmoop11.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশে হোসাঙ্গাবাদে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “স্বাধীনতার পর বহু দশক ধরে কংগ্রেস সরাসরি বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরকার চালিয়েছে। কংগ্রেসের পরিবারটি দেশে জরুরি অবস্থা জারি করেছিল। কংগ্রেস যখন খুশি দেশজুড়ে গণতান্ত্রিক সরকারগুলিকে তাসের দুর্গের মতো ধ্বংস করে দিত। কংগ্রেসের মতে, সেই সময় গণতন্ত্র ভালোই চলছিলকিন্তু গরিব ঘরের ছেলে প্রধানমন্ত্রী হতেই কংগ্রেস গুজব ছড়াতে শুরু করেছে। তারা বলছে, মোদী এসে সংবিধান ও গণতন্ত্র বিপন্ন করেছে। কংগ্রেসের লোকেরা জানেন না যে এটি বাবাসাহেবের সংবিধান এবং সেই কারণেই মোদী এখানে এসেছেন।

pmoop10.jpg

Add 1