নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশে হোসাঙ্গাবাদে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “স্বাধীনতার পর বহু দশক ধরে কংগ্রেস সরাসরি বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে সরকার চালিয়েছে। কংগ্রেসের পরিবারটি দেশে জরুরি অবস্থা জারি করেছিল। কংগ্রেস যখন খুশি দেশজুড়ে গণতান্ত্রিক সরকারগুলিকে তাসের দুর্গের মতো ধ্বংস করে দিত। কংগ্রেসের মতে, সেই সময় গণতন্ত্র ভালোই চলছিল। কিন্তু গরিব ঘরের ছেলে প্রধানমন্ত্রী হতেই কংগ্রেস গুজব ছড়াতে শুরু করেছে। তারা বলছে, মোদী এসে সংবিধান ও গণতন্ত্র বিপন্ন করেছে। কংগ্রেসের লোকেরা জানেন না যে এটি বাবাসাহেবের সংবিধান এবং সেই কারণেই মোদী এখানে এসেছেন।”