মদ নিষিদ্ধ মধ্যপ্রদেশের ১৭টি ধর্মীয় স্থানে, উঠিয়ে দেওয়া হচ্ছে এখানকার সমস্ত দোকানও

মধ্যপ্রদেশ সরকার শুক্রবার মহেশ্বরে মন্ত্রিসভার বৈঠক করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mahakaleswar

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতৃত্বাধীন সরকার মধ্যপ্রদেশে। আর সেখানে এই নিয়ম কার্যকর হওয়াও স্বাভাবিক। গোটা মধ্যপ্রদেশে মদ নিষিদ্ধকরণের পথে এগোচ্ছে সে রাজ্যের বিজেপি শাসিত সরকার। ধাপে ধাপে এই প্রক্রিয়া করতে চাইছে তারা। তাই এবার মধ্যপ্রদেশ সরকার নিয়ে নিল প্রথম পর্যায়ের সিদ্ধান্ত।

মধ্যপ্রদেশ সরকার শুক্রবার মহেশ্বরে মন্ত্রিসভার বৈঠক করেছে। সেখানে মুখ্যমন্ত্রী মোহন যাদব ১৭টি ধর্মীয় স্থানে মদ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। নতুন আবগারি নীতি অনুযায়ী, দেশি এবং বিদেশি সব ধরনের মদের দোকান বন্ধ করা হবে এই সকল ধর্মীয় স্থানে। মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করেছে এবং শিগগিরই এটি কার্যকর হবে।

Liquor

যা জানা যাচ্ছে, তালিকায় রয়েছে উজ্জয়িনী, চিত্রকূট, অমরকণ্টক, দাতিয়া, পান্না, মণ্ডলা, মুলতাই, মন্দসৌর, মৈহার, ওমকারেশ্বর, মণ্ডলেশ্বর, ওর্চা, মহেশ্বর শহর এবং ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকা। 

মুখ্যমন্ত্রী যাদব বলেন, “রাজ্যের যেসব ধর্মীয় স্থান ভগবান কৃষ্ণ এবং ভগবান রামের পদচিহ্নে পবিত্র হয়েছে, সেখানে মদ নিষিদ্ধ করা হবে”। এই পদক্ষেপ রাজ্যের ধর্মীয় এবং সাংস্কৃতিক চেতনা সংরক্ষণের প্রতিশ্রুতির অংশ বলে তিনি উল্লেখ করেছেন।

mahabodhi-temple-bodh-gaya-security-afp_650x400_51505497038