নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন আজ নিজের জন্মদিন উপলক্ষ্যে, সকাল সকাল চেন্নাইয়ে ডিএমকের সদর দফতরে পৌঁছান। সেখানেই তিনি দলের নেতাকর্মী ও জোটসঙ্গীদের সাথে নিজের জন্মদিন পালন করেন। দলের সমর্থকেরা ফুল, পোস্টার ও ব্যানার দিয়ে তাকে স্বাগত জানান। দলের সুপ্রিম লিডারকে এই বিশেষ দিনে নিজেদের কাছে পেয়ে, উচ্ছসিত হন দলের সমর্থকেরা।