নিজস্ব সংবাদদাতা: আজ লক্ষ্মীপুজো পাশাপাশি রয়েছে সুতাক। এই রীতি শুরু হবে বিকেল ৪টা থেকে। এরপর যাবতীয় ধার্মিক ক্রিয়া-কলাপ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে সমস্ত মন্দিরের দরজা। চন্দ্রগ্রহণ শুরু হবে ভোর ১.৪ মিনিটে এবং শেষ হবে ১.৪৪ মিনিটে।
VIDEO | "The 'Sutak' will begin from 4 pm today following which all religious works would be stopped. Doors of temples will also be closed. The Lunar Eclipse will begin at 1:04 am and conclude at 1:44 am," says an Ayodhya-based priest on #LunarEclipse2023. pic.twitter.com/oa6E5tuMqU