নিজস্ব সংবাদদাতা: আর জি কর-এর জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার অনশনে বসলেন লখনউ-এর কিং জর্জ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। চিকিৎসকরা দেড় দিন অর্থাৎ ৩৬ ঘণ্টার অনশন শুরু করেছেন বলে জানা গিয়েছে। কিং জর্জ মেডিক্যাল কলেজের দুই চিকিৎসক অনশনে যোগ দিয়েছেন। তবে আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে লখনউয়ের যোগ রয়েছে।
জুনিয়র চিকিৎসকরা আজ ১২ দিন অনশন করছেন। ইতিমধ্যে অনশন করতে গিয়ে ছয় জন চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যে কয়েকজন অনশন করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আলোক ভর্মা। তাঁর বাড়ি লখনউ। একের পর এক জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাঁদের আন্দোলনে অনড় রয়েছেন। মঙ্গলবার স্পন্দন চৌধুরী ও আলোলিকা কুমারী নামের দুই চিকিৎসক নতুন করে অনশনে ভর্তি হয়েছেন। অন্যদিকে, মঙ্গলবারই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মঙ্গলবারই অনশন করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শৌভিক বন্দ্যোপাধ্যায়। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি করা হয়েছে।