রাজ্যে ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী! উঠছে বিস্ফোরক অভিযোগ

দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়ের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ অতীশি।

author-image
Tamalika Chakraborty
New Update
g6nr8rk_atishi-kejriwal_625x300_17_September_24

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি চিঠি প্রসঙ্গে লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়ের তরফে জানানো হয়েছে,  "কোনও মন্দির, মসজিদ, গির্জা বা অন্য কোনও উপাসনালয় ভাঙা/ভাঙ্গা হচ্ছে না, বা এই বিষয়ে কোনও ফাইল আসেনি৷ মুখ্যমন্ত্রী  এবং তাঁর পূর্বসূরি থেকে মনোযোগ সরানোর জন্য সস্তা রাজনীতি খেলছেন৷ এটা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। এলজি পুলিশকে কঠোর নির্দেশ জারি করেছে যাতে ইচ্ছাকৃতভাবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে। রাজনৈতিক সুবিধার জন্য ভাঙচুর তার নির্দেশ কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। যেমনটি সদ্য চলে যাওয়া ক্রিসমাস উদযাপনের সময় দেখা গেছে যা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।"

atishi wer.jpg