৯ সেনা জওয়ানের মৃত্যু, নিছকই দুর্ঘটনা নাকি বড় ষড়যন্ত্র?

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লেহের কিয়ারির নিওমার দিকে যাওয়ার মোড়ে গাড়িটি খাদে পড়ে যায়। এদিকে এহেন মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
ladakh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় সেনার ৯ সাহসী জওয়ানকে (Indian Army) হারিয়েছে ভারত। এহেন ঘটনার জেরে শোকের ছায়া বিরাজ করছে গোটা দেশে। যদিও এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি রয়েছে কোনও বড়সড় ষড়যন্ত্র? এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্নি (Lt Gen Sanjay Kulkarni)। তিনি জানান, ‘এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা যা আমি মনে করি এড়ানো যায়। একটি তদন্ত করা হবে এবং এটি কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রকাশ করবে। তদন্তে জানা যাবে এটি চালকের নাকি গাড়ির দোষ... যুদ্ধে হতাহতের চেয়ে শারীরিক হতাহতের সংখ্যা ১২ গুণ বেশি। এটি যথেষ্ট উদ্বেগের কারণ।‘  

 

গতকাল শনিবার লাদাখের (Ladakh) লেহ শহরে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত ৯ সেনা নিহত হয়েছেন। শহীদদের মধ্যে ২ জন জেসিও এবং ৭ জন সেনা সদস্য রয়েছেন। শনিবার সন্ধ্যায় পুলিশ এ তথ্য জানিয়েছে।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লেহের কিয়ারির নিওমার দিকে যাওয়ার মোড়ে গাড়িটি খাদে পড়ে যায়। এদিকে এহেন মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন এবং একজন সৈন্য সামান্য আহত হয়েছেন। খোদ সেনাবাহিনী দুর্ঘটনার তথ্য দিয়েছিল।

লাদাখে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, 'কিয়ারি শহর থেকে সাত কিলোমিটার দূরে একটি দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর নয় জন সদস্য প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।‘

 

 তিনি বলেন, সৈন্যরা কারু গ্যারিসন থেকে লেহর কাছে কিয়ারির দিকে যাচ্ছিল। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, লেহ থেকে নিউমার দিকে যাওয়ার পথে বিকেল ৫টা ৪৫ থেকে ৬টার মধ্যে কিয়ারি থেকে সাত কিলোমিটার দূরে উপত্যকায় ঢুকে পড়ে একটি এএলএস গাড়ি। এই গাড়িতে ১০ জন কর্মী ছিলেন, যার মধ্যে নয়জন মারা যান এবং একজন আহত হন। আহত সেনা জওয়ানকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক টুইট বার্তায় লেখেন, "লাদাখের লেহ-এর কাছে একটি দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। জাতির প্রতি তাঁর দৃষ্টান্তমূলক সেবা আমরা কখনই ভুলব না। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহত দের ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।“